বুধবার, ২৭ আগস্ট ২০২৫

|

ভাদ্র ১১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

এসপি প্রত্যুষ কুমার সিআইডিতে, নতুন এসপি জসিম উদ্দিন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৫৮, ২৫ আগস্ট ২০২৫

এসপি প্রত্যুষ কুমার সিআইডিতে, নতুন এসপি জসিম উদ্দিন

ফাইল ছবি

নারায়ণগঞ্জ জেলা পুলিশের শীর্ষ পদে পরিবর্তন এসেছে। জেলার পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদারের স্থানে নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ জসিম উদ্দিন।

২৫ আগস্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে সিআইডির বিশেষ শাখায় পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে। অন্যদিকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত পিপিএম (বার) পদকপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিনকে নারায়ণগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনকে আইনশৃঙ্খলা রক্ষায় দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা হিসেবে বিবেচনা করা হয়। তিনি নারায়ণগঞ্জে যোগদানের মাধ্যমে শিল্পাঞ্চল ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই জেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার দায়িত্বভার গ্রহণ করলেন।