বুধবার, ২৭ আগস্ট ২০২৫

|

ভাদ্র ১১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফুটবল ব্যাটল অব লিজেন্ডস, আদর্শ ইন্টার স্কুল এক্স-স্টুডেন্ট স্পোর্টস কার্নিভালের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:০৩, ২৫ আগস্ট ২০২৫

আপডেট: ১৭:০৭, ২৫ আগস্ট ২০২৫

ফুটবল ব্যাটল অব লিজেন্ডস, আদর্শ ইন্টার স্কুল এক্স-স্টুডেন্ট স্পোর্টস কার্নিভালের উদ্বোধন

“আদর্শ ইন্টার স্কুল এক্স-স্টুডেন্ট স্পোর্টস কার্নিভাল”

নারায়ণগঞ্জের ক্রীড়া অঙ্গনে প্রাক্তন শিক্ষার্থীদের সৌহার্দ্য ও ঐক্যের অনন্য মেলবন্ধন ঘটাতে অনুষ্ঠিত হলো “আদর্শ ইন্টার স্কুল এক্স-স্টুডেন্ট স্পোর্টস কার্নিভাল” এর বর্ণাঢ্য উদ্বোধন। 

বহুল প্রতীক্ষিত এই আয়োজনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল প্রথম মৌসুমের ফুটবল প্রতিযোগিতা “ফুটবল ব্যাটল অব লিজেন্ডস, সেশন-১”। 

শুক্রবার বিকেল ৪টায় ইসদাইরের আধুনিক ক্রীড়া ভেন্যু “ক্যাপ্টেনস এরিনা” ফুটবল টার্ফে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ স্কুলের ১৯৯৮ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী, সাবেক কাউন্সিলর (নাসিক) ও সমাজসেবক মাকসুদুল আলম খোরশেদ। তাঁর হাত ধরেই আনুষ্ঠানিকভাবে পর্দা ওঠে এই টুর্নামেন্টের।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ স্কুলের অধ্যক্ষ শিক্ষক আজিজুল হক, সাবেক জাতীয় ক্রিকেটার শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, আয়কর উপদেষ্টা রাশিদুল ইসলাম সেজিন, বিশিষ্ট ব্যবসায়ী আসরাফুজ্জামান হীরা, ক্রীড়াবিদ ও সংগঠক এবং বাংলাদেশ স্কাউটস-এর নারায়ণগঞ্জ জেলা রোভার কমিশনার আরিফ মিহির। এছাড়াও আদর্শ স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের সক্রিয় সদস্য জাহিদুল ইসলাম ও আবদুল্লাহ ইউসুফ সাদসহ বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী এবং সমাজসেবামূলক কাজে জড়িত বিশিষ্টজনরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।

এই টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের গোলকিপার কোচ ও আদর্শ স্কুলের ১৯৯৮ ব্যাচের কৃতী প্রাক্তন শিক্ষার্থী মাসুদ আহাম্মেদ উজ্জ্বল। তিনি এই আয়োজনে খেলোয়াড়দের উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের প্রাক্তন ও বর্তমানদের মধ্যে সৌহার্দ্য, ঐক্য ও খেলাধুলার মাধ্যমে সুস্থ প্রতিযোগিতার পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। 

বক্তারা আশা প্রকাশ করেন, ''ফুটবল ব্যাটল অব লিজেন্ডস” কেবলমাত্র একটি প্রতিযোগিতা নয়, বরং প্রজন্ম থেকে প্রজন্মকে একসূত্রে বাঁধার সেতুবন্ধন হয়ে থাকবে।

টুর্নামেন্ট সংক্রান্ত তথ্য অনুযায়ী, ১৯৯০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন ব্যাচের মোট ২২টি দল এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। এর মধ্যে ১৯৯০ থেকে ২০০৮ সালের মধ্যে ৬টি ব্যাচ (৯০, ৯১, ৯৯, ০১, ০৩ ও ০৮) অংশ নিচ্ছে সিনিয়র গ্রুপে। অপরদিকে ২০১০ থেকে ২০২৪ সালের মধ্যে ১৬টি ব্যাচ ৪ ভাগে বিভক্ত হয়ে অংশ নিচ্ছে জুনিয়র গ্রুপে। সিনিয়র গ্রুপ থেকে একটি দল এবং জুনিয়র গ্রুপ থেকে একটি দল চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ পাবে।

২২ আগস্ট উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে প্রতিযোগিতার সূচনা হয়। প্রায় দুই সপ্তাহব্যাপী এই টুর্নামেন্টের ফাইনাল, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ৫ সেপ্টেম্বর।

ক্রীড়া ও সংস্কৃতির মাধ্যমে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে যে অনন্য বন্ধনের সৃষ্টি হবে, তা নিঃসন্দেহে নারায়ণগঞ্জের সামাজিক ও ক্রীড়া অঙ্গনে একটি ইতিবাচক প্রভাব ফেলবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন।