
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেছেন, আমরা যে কোনোভাবেই হোক এ শহরটাকে পরিস্কার রাখতে চাই। পরিস্কার করতে চাই। শহরের সমস্ত নাগরিকের কাছে অনুরোধ আসুন এই শহরটাকে বাঁচাতে হলে শহরটা পরিস্কার করতে হবে। আমরা আপনাদের পাশে আছি। আমাদের নাগরিক হিসেবে দায়িত্ব নিতে হবে।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে ফতুল্লা বাজার এলাকায় স্থাপিত ডাস্টবিনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। এদিন গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির অংশ হিসেবে ফতুল্লা ইউনিয়নের বর্জ্য ব্যবস্থাপনা এবং জলাবদ্ধতা নিরসনে এই ডাস্টবিন স্থাপন করা হয়। সিটি কর্পোরেশনের বাইরে এরকম ১০০ টি ডাস্টবিন স্থাপন করা হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, আমরা নারায়ণগঞ্জে গ্রিণ অ্যান্ড ক্লিন কর্মসূচি গ্রহণ করেছিলাম। সে কর্মসূচির আলোকে এক লক্ষ বৃক্ষ রোপন করি। পাশাপাশি খাল পরিস্কার কার্যক্রম হাতে নিয়েছি। আমাদের স্লোগান ছিলো নারায়ণগঞ্জ শহর আমাদের বাড়ি সচেতন হই পরিস্কার করি। আমরা গ্রিণ এন্ড ক্লিন কর্মসূচির স্থায়ী রূপ দিতে চাই। তারই অংশ হিসেবে আমরা ডাস্টবিন স্থাপনের কার্যক্রম শুরু করেছি।
তিনি আরও বলেন, আমরা খাল খনন করতে গিয়ে ৩ হাজার ৫০০ ট্রাক ময়লা পরিস্কার করেছি। কিন্তু পরিস্কার করার পর দেখলাম অনেকেই অসচেতনভাবে খালে ময়লা ফেলছে। আমরা মনুষকে সচেতন করার জন্য লিফলেট বিতরণ এবং সাইনবোর্ড স্থাপন করেছি। সেই সাথে সিটি কর্পোরেশনের বাইরে ১০০ ডাস্টবিন স্থাপন করার উদ্যোগ নিয়েছি। প্রত্যেক ওয়ার্ডে দুইটি করে ডাস্টবিন স্থাপন করা হবে। আবর্জনা নেয়ার জন্য প্রত্যেকটি ইউনিয়নে কমিটি করে দিয়েছি। যারা আবর্জনা সংগ্রহ করে তাদেরকে মনিটরিংয়ের আওতায় নিয়ে আসছি।
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা শিরিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হুসাইন, ফতুল্লা রাজস্ব সার্কেল সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসাদুজ্জামান নূর, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার, সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেল সহকারি কমিশনার (ভূমি) দেবযানি কর ও নারায়ণগঞ্জ চেম্বার অক কমার্স অ্যান্ড ইন্ডাস্টিজের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী,ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিম, সাধারন সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, বাজারের ব্যবসায়ী সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।