সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

|

ভাদ্র ২৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মেট্রোরেল থেকে না.গঞ্জকে বঞ্চিত করা হলো: মাসুম বিল্লাহ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৩৯, ৫ সেপ্টেম্বর ২০২৫

মেট্রোরেল থেকে না.গঞ্জকে বঞ্চিত করা হলো: মাসুম বিল্লাহ

যৌথ সভা

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, ঢাকার পার্শ্ববর্তী জেলা হলো নারায়ণগঞ্জ। প্রাচ্যের ড্যান্ডি খ্যাত শিল্প নগরী নারায়ণগঞ্জকে মেট্রো রেলএর স্টেশন না দেওয়ার সিদ্ধান্ত খুবই দু:খজনক। মেট্রো রেল থেকে নারায়ণগঞ্জকে বঞ্চিত করা হলো। 

বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানার এক যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, নগর সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ, সিদ্ধিরগঞ্জ থানা উত্তরের সভাপতি মুহা. ইসমাইল, দক্ষিণের সভাপতি মুহা. সোহেল প্রধান সহ থানা শাখার নেতৃবৃন্দ।

তিনি আরও বলেন, আমরা চাই নারায়ণগঞ্জ শহর হয়ে মেট্রো রেল এর স্টেশন করা হোক।