
ফাইল ছবি
রাজধানীর কদমতলী থেকে অপহৃত ১২ বছরের এক মাদ্রাসাছাত্রকে নারায়ণগঞ্জ থেকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে র্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের সদস্যরা। পাশাপাশি অপহরণকারী মোখলেসুর রহমান রাজুকেও গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব জানায়, শিশুটিকে মোবাইল গেম, চকলেট ও বেড়ানোর প্রলোভন দেখিয়ে অপহরণ করা হয়েছিল।
শুক্রবার সকালে র্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব জানান ক্যাম্পটির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এস এম হাসান সিদ্দিকী সুমন। এসময় র্যাব-১০ এর মিডিয়া অফিসার তাপস কর্মকার উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ১ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪টার দিকে কদমতলীর সাদ্দাম মার্কেট এলাকা থেকে নিখোঁজ হয় মাহাদী হাসান হুজাইফা নামের এক শিশু। পরদিন সকালে শিশুটির বাবার মোবাইলে অজ্ঞাত নম্বর থেকে কল আসে এবং মোটা অংকের মুক্তিপণ দাবি করা হয়। শিশুর পরিবারের কাছ থেকে প্রাথমিকভাবে ৪০ হাজার টাকা আদায়ও করে অপহরণকারীরা।
এ ঘটনায় পরিবার শিশুটির জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে বিষয়টি র্যাব-১০ এর অধিনায়ককে অবহিত করলে দ্রুত তদন্তে নামে যাত্রাবাড়ী ক্যাম্পের একটি বিশেষ টিম। পরবর্তীতে র্যাব সদরদপ্তরের গোয়েন্দা শাখার সহায়তায় টানা ১৭ ঘণ্টার অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনীর একটি ভাড়া বাসায় লুকিয়ে রাখা অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় গ্রেপ্তার করা হয় অপহরণকারী রাজুকে।
এস এম হাসান সিদ্দিকী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, রাজু শিশুটিকে মোবাইল গেম, চকলেট ও বেড়ানোর প্রলোভন দেখিয়ে অপহরণ করে। পরে একাধিক স্থানে স্থানান্তর করে পরিবারের ওপর চাপ বাড়াতে থাকে এবং আরও মুক্তিপণ আদায়ের চেষ্টা করে। শিশুটি ধীরে ধীরে বুঝতে পারে তাকে আটকে রাখা হয়েছে এবং ভীত হয়ে পড়ে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ ঘটনায় গ্রেপ্তার রাজুর সঙ্গে আরও কেউ যুক্ত আছে কিনা, তদন্ত চলছে। এছাড়া উদ্ধারকৃত শিশু ও গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে র্যাবের অস্ত্র উদ্ধার কার্যক্রম নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে যাত্রাবাড়ী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার জানান, সিও স্যারের নির্দেশনায় অস্ত্র উদ্ধারে আমাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে। এ বিষয়ে সম্প্রতি আমাদের বেশকিছু সাফল্যও এসেছে।