
নারী মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক হাজার পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে মেঘনা টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত মাদক ব্যাবসায়ী হলেন- চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার মৃত ওহাব আলী পাটোয়ারীর মেয়ে হাওয়া বেগম (৩৮)।
সোনারগাঁও থানার উপ পরিদর্শক (এসআই) মোঃ ছারোয়ার হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।