
ফাইল ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অস্ত্র ও ককটেলসহ পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দশ রাউন্ড গুলি, চৌদ্দটি ককটেল, বিভিন্ন ধরনের মাদকদ্রব্য এবং নগদ টাকা উদ্ধার করা হয়।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নপর মাছিমপুর মিরগদাই এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- মাছিমপুর এলাকার আবদুল মান্নানের ছেলে রমজান মোল্লা (৩৫), পাড়াগাও এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে মোঃ সবুজ মিয়া (২৬), ফারুক মিয়ার ছেলে মেহেদী হাসান (২৫), ব্রাহ্মণগাও এলাকার আজিজুল হকের ছেলে এনামুল হক(১৯), খোকন মিয়ার ছেলে সুমন মিয়া (২৪)।
রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনাকালে বিপুল অস্ত্র ও মাদকসহ পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইন, বিস্ফোরক উপাদানাবলী আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা রয়েছে