সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

|

ভাদ্র ২৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ইসলামিক ফ্রন্টের খাদ্য সামগ্রী বিতরণ, আসন্ন নির্বাচনে চেয়ার প্রতীকে ভোট প্রার্থনা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:২৩, ৫ সেপ্টেম্বর ২০২৫

ইসলামিক ফ্রন্টের খাদ্য সামগ্রী বিতরণ, আসন্ন নির্বাচনে চেয়ার প্রতীকে ভোট প্রার্থনা

খাদ্য সামগ্রী বিতরণ

নারায়ণগঞ্জে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, নাসিক ১৮নং ওয়ার্ডের উদ্যোগে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উপলক্ষে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 

শুক্রবার (৫ সেপ্টেম্বর) এ কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সচিব (ঢাকা বিভাগ) মো: তরিকুল হাসান লিংকন বলেন, সকল ঈদের সেরা ঈদ,  ঈদ এ মিলাদুন্নবী (দ:)। দয়াল নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমন পুরো বিশ্বের জন্য শান্তির বার্তা নিয়ে আসে। তিনি আইয়ামে জাহেলিয়াতে যুগে পৃথিবীর বুকে এসে তার আদর্শের মাধ্যমে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করে গিয়েছেন। তাই আমরা যদি তার আদর্শ অনুসরণ করি নি:সন্দেহে শান্তিময় সমাজ বিনির্মাণ করা সময়ের ব্যাপার। তাই আসুন সকল তন্ত্রমন্ত্রকে ভূলে রাসূলেপাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আমরা চলার চেষ্টা করি। দলমত নির্বশেষে একে অপরের সহযোগিতার মানসিকতা সকলে গড়ে তুলি। আমাদের ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মাননীয় চেয়ারম্যান আওলাদে রাসূল (দ:), পীরে কামেল- আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী  আমাদেরকে সর্বদা পরোপকার ও শান্তি সম্প্রীতির ইসলামের শিক্ষা দিয়ে যাচ্ছেন। আমরা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের নেতৃবৃন্দ সেটা মেনেই আমাদের সমাজ ও রাস্ট্রে শান্তি শৃংখলা বজায় রাখার চেষ্টা করে যাচ্ছি। পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রহমত সকলের উপরে বর্ষিত হউক।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ার প্রতিকে ভোট দিয়ে কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র বিনির্মানে সহযোগিতার জন্য সকলের প্রতি আহবান করেন।

অনুষ্ঠানে মো: নুরে আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মো: সাদ্দাম হোসেন কাওছার, ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সচিব মো: তারেক হাসান সানি দেওয়ান, ১৮ নং ওয়ার্ড ফ্রন্টের সাধারণ সম্পাদক মো: আশরাফ হোসেন টাইগার, সাংগঠনিক সম্পাদক মো: আব্দুল মান্নান মুন্না, অর্থ সম্পাদক মেহেদী হাসান শাকিল সহ নেতৃবৃন্দ।