শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

|

কার্তিক ২৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জবাসী বুকে টেনে নিলেন ধানের শীষের মান্নানকে

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৫৫, ১৪ নভেম্বর ২০২৫

সিদ্ধিরগঞ্জবাসী বুকে টেনে নিলেন ধানের শীষের মান্নানকে

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রচার প্রচারণা করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনে (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আজহারুল ইসলাম মান্নান। এসময় প্রচারণায় সাধারণ জনগণের ব্যাপক সাড়া দেখা গেছে। 

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের ১০ নং ওয়ার্ডে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও সাধারণ ভোটারদের সাথে মতবিনিময় শেষে ধানের শীষ ও ৩১ দফার প্রচারণায় নামেন মান্নান।

এসময় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন মান্নান। মান্নানকে কাছে পেয়ে সাধারণ মানুষ তাকে বুকে টেনে নেয়।

মান্নান জানান, দীর্ঘদিন আমার এলাকার এই সাধারণ মানুষগুলো ভোট দিতে পারেনি। কেউ তাদের কাছে ভোট চাইতে আসেনি। আসন্ন নির্বাচনে তারা ধানের শীষে ভোট দিতে মুখিয়ে আছে। আমাকে দেখামাত্র তারা কাছে টেনে নিচ্ছে, তাদের সুখ দুঃখের কথা বলছে।

এসময় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।