গণসংযোগ
নারায়ণগঞ্জ-৪ আসনে নির্বাচনী গণসংযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি ইসমাঈল সিরাজী।
শনিবার ফতুল্লা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে তিনি দিনব্যাপী গণসংযোগ করেন। স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন, লিফলেট বিতরণ করেন এবং তাদের সমর্থন কামনা করেন।
গণসংযোগে বক্তব্য দিতে গিয়ে মুফতি সিরাজী বলেন, ইসলাম এই দেশের শোষিত ও বঞ্চিত মানুষের অধিকারের প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। এ দেশে ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠা হলে জনগণের সকল মৌলিক অধিকার বাস্তবায়ন নিশ্চিত হবে। আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যই ইসলামভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়ে কাজ করছি।
তিনি আরও বলেন, আসুন, আমরা সবাই মিলে দুর্নীতি ও দুঃশাসনমুক্ত ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়ার জন্য ঐক্যবদ্ধ হই।
গণসংযোগ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সহসভাপতি মুহাম্মাদ ওমর ফারুক, নারায়ণগঞ্জ-৪ আসন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী আলহাজ আমান উল্লাহ, কাশীপুর ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ শাহাদাত হোসাইন রানাসহ ইউনিয়ন শাখার অন্যান্য নেতাকর্মীরা।

