শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

|

কার্তিক ৩০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে বাসে অগ্নিসংযোগ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১০:৫৪, ১৫ নভেম্বর ২০২৫

নারায়ণগঞ্জে বাসে অগ্নিসংযোগ

বাসে অগ্নিসংযোগ

​নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 

শনিবার (১৫ নভেম্বর) সড়ক ও জনপথ বিভাগের অফিসের সামনে পার্কিং করা নাফ পরিবহনের (ঢাকা মেট্রো জ-১১-০৩৩৮) একটি মিনিবাসে আনুমানিক সকাল ৬ টায় এই আগুন লাগে।

​তাৎক্ষণিক স্থানীয় লোকজন এবং খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে অগ্নিকাণ্ডের ফলে বাসের সিট, গ্লাস ও ভেতরের অংশ পুড়ে যায়।

​সিদ্ধিরগঞ্জ থানা সূত্রে জানা যায়, নাফ মিনিবাসটি গতকাল রাত আনুমানিক ১০ টায় চালক চট্টগ্রাম রোড সড়ক ও জনপদ অফিসের সামনে পার্ক করে রেখে যান। আজ সকালে বাসটিতে আগুনের সূত্রপাত হয়।

​শিমরাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ (টিআই) জুলহাস উদ্দিন জানান, নৈশ প্রহরী বাবু প্রাথমিক তথ্যে বলেছেন, "আমি একটু প্রকৃতির ডাকে সাড়া দিতে পাশে গিয়েছিলাম। ফিরে এসে দেখি গাড়িতে আগুন জ্বলছে, সিট, গ্লাস এগুলা পুড়ে গেছে। তবে কোনো লোকজন দেখিনি।"

​অগ্নিকাণ্ডের কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। অগ্নিকাণ্ডটি যান্ত্রিক ত্রুটির কারণে ঘটেছে নাকি কোনো নাশকতা, তা নিশ্চিত করা যাচ্ছে না। তদন্ত চলছে।