শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

|

কার্তিক ৩০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আ’লীগ নেতা মোজাম্মেল গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৪৭, ১৫ নভেম্বর ২০২৫

আ’লীগ নেতা মোজাম্মেল গ্রেপ্তার

ফাইল ছবি

বন্দরে অপরেশন ডেভিল হান্ট অভিযানে ২২নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ও আমিন আবাসিক পঞ্চায়েত কমিটির সাবেক সভাপতি  মোজাম্মেল হক(৫২)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আওয়ামীলীগ নেতা মোজাম্মেল হক বন্দর ২২নং ওয়ার্ডের আমিন আবাসিক এলাকার বাদশা মিয়ার ছেলে।

ধৃতকে শনিবার (১৫ নভেম্বর) দুপুরে  বৈষম্য বিরোধী ১১(৯)২৪ইং মামলায় আদালতে প্রেরন করা হয়।

এর আগে গত শুক্রবার  (১৪ নভেম্বর) রাতে বন্দর থানার ২২নং ওয়ার্ডের আমিন আবাসিক এলাকায়  অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, গত ২০২৪ ইং সালের  ৪ আগস্ট সকাল ১১টায় বৈষম্য বিরোধী আন্দোলনে বন্দর খেয়াঘাটে আন্দোলনরত ছাত্রদের উপর  আ'লীগ ও যুবলীগ নেতারা সন্ত্রাসী হামলা চালায়। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের উপর হামলার সম্পৃক্ততা থাকার অপরাধে বন্দর আমিন আবাসিক পঞ্চায়েত কমিটির সাবেক সভাপতি ও  আ'লীগ নেতা মোজাম্মেল হককে  গ্রেপ্তার উল্লেখিত মামলায় তাকে আদালতে পাঠানো হয়।