শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

|

কার্তিক ৩০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁ উপজেলা তাঁতীদলের কমিটি ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:০৮, ১৫ নভেম্বর ২০২৫

সোনারগাঁ উপজেলা তাঁতীদলের কমিটি ঘোষণা

ফাইল ছবি

সোনারগাঁ উপজেলা জাতীয়তাবাদী তাঁতী দলের  নবগঠিত ৫১সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৫নভেম্বর) দুপুরে সোনারগাঁ উপজেলার কাচঁপুর এলাকায় আহ্বায়ক কমিটির আহবায়ক হিসেবে বুলবুল আহমেদ ও সদস্য সচিব হিসেবে আব্দুর রহিম সহ ৫১ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন নারায়ণগঞ্জ জেলা তাঁতী দলের সদস্য সচিব সালমান আহম্মেদ রুবেল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তাঁতী দলের সদস্য সচিব হাজী মো: মজিবুর রহমান। এসময় প্রধান অতিথি মজিবুর রহমান বক্তব্যে বলেন,স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতার লোভে এদেশের মানুষকে অত্যাচার করে এখন ভারতে পালিয়ে গিয়েও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। আগামী নির্বাচনকে সামনে রেখে আমাদের সবাইকে সজাগ দৃষ্টি রেখে তারেক রহমানের নির্দেশনা মোতাবেক কাজ করতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন,সোনারগাঁ উপজেলা তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন,যুগ্ম আহবায়ক আবু সাঈদ, পৌরসভা তাঁতীদলের সভাপতি আকবর হোসেন,সাধারণ সম্পাদক মনির হোসেনসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।