বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬

|

মাঘ ১৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না.গঞ্জে প্রচারণায় সরগরম রূপগঞ্জ, গণসংযোগ নেই আড়াইহাজারে!

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:১০, ২৮ জানুয়ারি ২০২৬

না.গঞ্জে প্রচারণায় সরগরম রূপগঞ্জ, গণসংযোগ নেই আড়াইহাজারে!

ফাইল ছবি

নারায়ণগঞ্জ জেলার রাজনীতির মাঠে এখন নির্বাচনী হাওয়া বইছে। তবে এই হাওয়ার গতি সব জায়গায় একরকম নয়। নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে যেখানে প্রচারণা নিয়ে সরগরম পরিস্থিতি, সেখানে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে দেখা যাচ্ছে একেবারেই ভিন্ন চিত্র। প্রার্থী থাকলেও নেই দৃশ্যমান গণসংযোগ, নেই জমজমাট নির্বাচনী আমেজ।

রূপগঞ্জ এলাকায় প্রতিদিনই কোনো না কোনো ইউনিয়নে হচ্ছে উঠান বৈঠক, পথসভা ও মতবিনিময় সভা। সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমর্থকদের পদচারণায় মুখরিত পুরো এলাকা। স্থানীয় ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলছেন প্রার্থীরা, তুলে ধরছেন নিজেদের পরিকল্পনা ও প্রতিশ্রুতি।

এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। তিনি প্রায় প্রতিদিনই বিভিন্ন এলাকায় ঘুরে ভোটারদের সঙ্গে দেখা করছেন। তার সঙ্গে দলীয় নেতাকর্মীরাও সক্রিয়ভাবে মাঠে রয়েছেন। পোস্টার, লিফলেট ও মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা আরও জোরদার করা হয়েছে।

জামায়াত মনোনীত প্রার্থী আনোয়ার হোসাইন মোল্লাও পিছিয়ে নেই। তিনিও নিয়মিত গণসংযোগ করছেন এবং বিভিন্ন এলাকায় পথসভা করছেন। তার উপস্থিতিতে রূপগঞ্জের নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতার উত্তাপ আরও বেড়েছে।

অন্যদিকে আড়াইহাজারে চিত্রটা একেবারেই ভিন্ন। এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ সেভাবে মাঠে নামেননি। ভোটারদের সঙ্গে তার তেমন কোনো প্রকাশ্য গণসংযোগ বা সভা উপজেলায় সাড়া জাগায়নি। ফলে স্থানীয় পর্যায়ে দলীয় নেতাকর্মীদের মধ্যেও কিছুটা হতাশা লক্ষ্য করা যাচ্ছে।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে আছেন বিএনপির বহিষ্কৃত নেতা ও চারবারের সাবেক সংসদ সদস্য আতাউর রহমান খান আঙ্গুর। তবে তার প্রচারণাও খুব একটা চোখে পড়ার মতো নয়। মাঝে মাঝে এলাকায় উপস্থিত থাকলেও বড় ধরনের সভা বা ব্যাপক গণসংযোগে তাকে সক্রিয় দেখা যাচ্ছে না।

এ আসনে জামায়াতের প্রার্থী ইলিয়াস মোল্লার অবস্থানও প্রায় একই রকম। প্রচারণা সীমিত পর্যায়ে থাকায় সাধারণ ভোটারদের মধ্যে তেমন আলোড়ন তৈরি হয়নি।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রূপগঞ্জে যেখানে নির্বাচন নিয়ে আলোচনা চায়ের দোকান থেকে শুরু করে পাড়া-মহল্লায়, সেখানে আড়াইহাজারে নির্বাচনী বিষয়টি এখনো অনেকটাই নীরব। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রার্থীদের মাঠে সক্রিয় উপস্থিতি না থাকলে ভোটের দিন এর প্রভাব পড়তে পারে।

সব মিলিয়ে নারায়ণগঞ্জের দুইটি আসনে একই জেলার ভেতরেই দুই রকম নির্বাচনী বাস্তবতা স্পষ্ট হয়ে উঠছে। রূপগঞ্জে যেখানে প্রতিযোগিতার উত্তাপে মাঠ গরম, সেখানে আড়াইহাজারে এখনো সেই উত্তাপ ছড়াতে পারেনি। সামনে দিনগুলোতে এই চিত্র বদলায় কিনা, সেদিকেই তাকিয়ে আছে রাজনৈতিক মহল।