ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ এক দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটায় ফতুল্লা থানার শাসনগাঁও এলাকার সিরাজ বেপারী বাড়ির তিনতলা ভবনের উত্তর-পশ্চিম পাশের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি মাইনুল ইসলাম পাবেল (৩৭) নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার শাসনগাঁও এলাকার মৃত ইউনুস মিয়ার ছেলে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল মান্নান জানান, অভিযান চলাকালে ফ্ল্যাটের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই মাইনুল ইসলাম পাবেলকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

