মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

|

ভাদ্র ৩১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে ৪টি অবৈধ কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৪৩, ১৫ সেপ্টেম্বর ২০২৫

নারায়ণগঞ্জে ৪টি অবৈধ কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৪টি অবৈধ কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। 

সোমবার (১৫ সেপ্টেম্বর) পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব জালাল উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ, ডিপিডিসি ফতুল্লা এবং পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।

অভিযানে সদর উপজেলার মোট ৫টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ৪টি প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও বৈদ্যুতিক মিটার খুলে ফেলা হয় এবং একটি প্রতিষ্ঠানের লাইন পূর্বেই বিচ্ছিন্ন ছিল। 

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়া প্রতিষ্ঠানগুলো হলো- মেসার্স জামিল ডাইং, হাজী মো. আলী ডাইং প্রিন্টিং অ্যান্ড প্রসেসিং মিলস প্রা: লিমিটেড, আর আর ওয়াশিং (পূর্বনাম হাসান ডাইং), শাহ কদম বোর্ড মিলস ও বিসমিল্লাহ ওয়াশ।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, দূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।