শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ২১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৪৭, ৬ ডিসেম্বর ২০২৫

বন্দরে গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

আল আমিন

নারায়ণগঞ্জের বন্দরে বাসযাত্রী কিশোরীর সঙ্গে সখ্যতা গড়ে গণধর্ষণের ঘটনায় জড়িত অন্যতম আসামি আল আমিনকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

শনিবার (৬ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব-১১।

বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের আবু হানিফের ছেলে আল-আমিন (২৮)। শুক্রবার কুমিল্লার লাকসাম থানায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এর আগে গত ২১ নভেম্বর বন্দরে বাসযাত্রী এক কিশোরী গণর্ধষণের শিকার হয়েছে। বাসের হেলপার ওই কিশোরীর সঙ্গে সখ্যতা গড়ে তুলে যাত্রাবাড়ী না নামিয়ে মদনপুর নিয়ে সহযোগীসহ ধর্ষণ করে। এঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে বন্দর থানায় একটি গণধর্ষণ মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।