শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ১৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে চৈতী ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিস্ফোরণ, ছুটি ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:১৪, ৫ ডিসেম্বর ২০২৫

নারায়ণগঞ্জে চৈতী ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিস্ফোরণ, ছুটি ঘোষণা

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী ইন্ডাস্ট্রিয়াল পার্কে হাইড্রোজেন পার অক্সাইড বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা ৩টার দিকে উপজেলার টিপুরদীর চৈতী কম্পোজিট ইন্ডাস্ট্রিয়াল পার্কের এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চৈতী কম্পোজিট ইন্ডাস্ট্রিয়াল পার্কের ২নং গেট সংলগ্ন এলাকায় সামুদা কেমিক্যালের কনটেইনার থেকে হাইড্রোজেন পার অক্সাইড লোড করার সময় অতিরিক্ত লোড করার কারণে নিচে পড়ে যাওয়ায় বিস্ফোরণের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

চৈতী কম্পোজিটের সুইং অপারেটর সানাউল্লাহ মিয়া বলেন, বিস্ফোরণের পর চৈতী ইন্ডাস্ট্রিয়াল পার্কের নয় হাজার কর্মীর মধ্যে অগ্নিকাণ্ডের আতঙ্ক ছড়িয়ে পড়লে হুড়োহুড়ি লেগে যায়। এতে আমিসহ কয়েকজন আহত হয়। এরপর আমাদের সবকটি ইউনিট ছুটি দেওয়া হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ওসমান গনি বলেন, দাহ্য রাসায়নিক হাইড্রোজেন পার অক্সাইড লোড করার সময় ওভারলোড হয়ে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরক দ্রব্য সংরক্ষণে যথাযথ পদ্ধতি অবলম্বন না করার সম্ভাবনা রয়েছে। এতে কোন হতাহত না হলেও আতঙ্ক বিরাজ করছে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

চৈতী ইন্ডাস্ট্রিয়াল পার্কের মহাব্যবস্থাপক (জিএম) মিজানুর রহমান বলেন, হাইড্রোজেন পার অক্সাইড ওভারলোড হয়ে কিছু নিচে পড়ে যাওয়ায় বিস্ফোরণ হয়। এতে কোন হতাহত হয়নি। সকল ইউনিট ছুটি ঘোষণা করা হয়েছে।