গণ মিছিল
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণমিছিল অনুষ্ঠিত। ৫ ডিসেম্বর শুক্রবার বিকেলে উপজেলার কাঞ্চন পৌর এলাকায় এ গণমিছিল অনুষ্ঠিত হয়। রূপগঞ্জ থানার বিভিন্ন এলাকার নেতাকর্মীরা দলে দলে গণ মিছিলে অংশ নেয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাঞ্চন পৌর শাখার আয়োজিত গণমিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত নারায়ণগঞ্জ ১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লা।
গণ মিছিল শেষে প্রধান অতিথি বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত নারায়ণগঞ্জ ১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লা বলেন, জামাতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে আমাকে বিজয়ী করলে রূপগঞ্জের যত বড় বড় সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান করব। বিশেষ করে সন্ত্রাসীদের দমন করে হত্যাসহ সকল ধরনের অপরাধের বিচার নিশ্চিত করব। আমাদের রূপগঞ্জের স্থায়ী আদিবাসীদের কোন প্রকার যাতে নির্যাতন না হয় সেদিকে খেয়াল রাখব। আদিবাসীদের অধিকার নিশ্চিতের জন্য সকল ধরনের ব্যবস্থা নেব।
কালাদী বালুর মাঠে গণমিছিল পূর্বক পথ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাঞ্চন পৌর শাখার আমির অধ্যাপক দেওয়ান মোহাম্মদ আমজাদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা শিক্ষা সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আলী খান, জেলা আইন সম্পাদক এডভোকেট ইসরাফিল হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রূপগঞ্জ থানা দক্ষিণের আমির মাওলানা সাইফুল ইসলাম সিরাজী, উত্তরের আমির মাহফুজুল ইসলাম আব্দুল মজিদ, পশ্চিমের আমির মাওলানা ফারুক আহম্মেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাঞ্চন পৌর শাখার সেক্রেটারি নজরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌর ও ওয়ার্ডের নেতাকর্মীরা।

