এডভোকেট তৈমুর আলম খন্দকার
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিনিয়র এডভোকেট তৈমুর আলম খন্দকারের উদ্যোগে রূপগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার রূপসি এলাকায় অবস্থিত খন্দকার বাড়িতে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে পূর্বক আলোচনা সভায় অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেন, বিএনপি'র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশকে ভালোবেসে দেশের জন্য সারা জীবন কাজ করে গেছেন। তিনি এই মাতৃভূমি বাংলাদেশ ছেড়ে কোথাও চলে যাননি। আপোসহীন এই নেত্রীর কোন তুলনা হয় না। আমরা আল্লাহ তায়ালার কাছে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করছি।
তারাব পৌর ওলামা দলের সভাপতি কামাল খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের সাবেক সহ সভাপতি মহসিন ভুইয়া, সাবেক ছাত্রনেতা শহিদুল ইসলাম,রূপগঞ্জ থানা কৃষকদলের সাবেক যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীনসহ আরো অনেকে।

