বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

|

পৌষ ১০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপন 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:৫৫, ২৫ ডিসেম্বর ২০২৫

নারায়ণগঞ্জে উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপন 

ফাইল ছবি

নারায়ণগঞ্জে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে শহরের দুটি গির্জায় বিশেষ প্রার্থনা, কেক কাটা ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) শহরের সাধু পৌলের গির্জা ও কালীরবাজার এলাকার ব্যাপ্টিস্ট গির্জায় এসব অনুষ্ঠান পালিত হয়।

সকালে পৌলের গির্জায় বড় দিন উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠান হয়। এসময় ফাদার বিপুল ডেভিজ দাস পাল পুরোহিতের সভাপতিত্বে কেক কাটা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।

এসময় বড়দিনের নিরাপত্তা নিশ্চিত করতে গির্জা এলাকায় র‍্যাব ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছে।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) তারেক আল মেহেদী জানান, বড়দিনকে ঘিরে কোন শঙ্কা নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। 

এসময় বড়দিন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান  মুন্সী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার, নারায়ণগঞ্জ জেলা গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক মোঃ তরিকুল সুজন।