ফাইল ছবি
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে ব্রিটিশ বিরোধী আন্দোলনের আপোষহীন ধারার বীর বিপ্লবী মাস্টার’দা সূর্য সেনের ৯৩তম ফাঁসি দিবস স্মরণে আজ দুপুর বারোটায় চাষাড়া শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি জয় হাসান। তিনি বলেন, “সূর্য সেন মনে করতেন আবেদন-নিবেদন করে স্বাধীনতা অর্জন করা যায় না, ফলে একমাত্র সশস্ত্র বিপ্লবই মুক্তির পথ। নানা জাত-ধর্মের মানুষ নির্বিশেষে তিনি তাঁর বিপ্লবী দল গড়ে তুলেছিলেন। আজ যখন সর্বাত্মক সংকটের ঘোর অন্ধকার দেশের আকাশে, দেশের রাজনীতি-সমাজনীতি-শিক্ষা-সংস্কৃতি ও মূল্যবোধের অবক্ষয় চারিদিকে ছড়িয়ে পড়েছে, তখন মাস্টার’দার সংগ্রামী স্মৃতি আজও অম্লান। আজ দেশের জনগণ পুঁজিবাদী-সাম্রাজ্যবাদী শোষণ-শাসন থেকে মুক্তি চায়। এই লড়াইয়ে মাস্টার’দা সূর্য সেন এক বিরাট প্রেরণা। ফলে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট আগামী দিনেও এই লড়াই চালিয়ে যাবে।”
শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

