মঙ্গলবার, ১৩ মে ২০২৫

|

বৈশাখ ২৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:০৯, ৩০ মার্চ ২০২৩

আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সহ¯্রাধিক আবাসিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে  দুপুর পর্যন্ত মেঘনা শিল্পাঞ্চল এলাকার নিউটাউন আশ পাশের বিভিন্ন গ্রাম ও মহল্লার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় আরো ৭টি হোটেল রেস্তোরার গ্যাস সংযোগ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ। এ সময় দুই কিলোমিটার এলাকায় অবৈধ সংযোগে ব্যবহৃত পাইপ লাইন তুলে নেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নারায়নগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলোরা ইয়াসমিন। এদিকে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে গ্রামবাসী বিক্ষোভ করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। 

তিতাস গ্যাস মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক মো. মনিরুজ্জামান মিয়া বলেন,  উপজেলার মেঘনা নিউটাউন এলাকায়  দীর্ঘদিন ধরে ৭টি হোটেল রেস্তোরা ও গঙ্গানগর, নয়াচর, নিউটাউন গ্রামের আবাসিক সহ¯্রাধিক অবৈধ গ্যাস সংযোগ নিয়ে রান্নার কাজ চালিয়ে আসছে। অবৈধ গ্যাস সংযোগের ফলে এ এলাকার  গত ১০ বছর ধরে সরকারকে বছরে প্রায় কোটি টাকা রাজস্ব হারিয়েছে। 

অভিযানের সময় উপস্থিত ছিলেন, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানির মেঘনাঘাট অঞ্চলের প্রকৌশলী তানভীর হাসান ও আতিকুল ইসলামসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য।