
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
এসময় ব্যাবসায়ী বাসেদ আলীর (৩২) কাছে থাকা নগদ ৩ লক্ষ ৩১ হাজাার টাকা ছিনতাই করে নিয়ে যায় তারা।
সোমবার (১২ মে) আড়াইহাজার উপজেলার কল্যান্দি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, সকালে ইসলামী ব্যাংকের আড়াইহাজার শাখা থেকে ৩ লক্ষ ৩১ হাজার ৪২০ টাকা তুলে অটোতে করে নিজ বাড়িতে যাচ্ছিলেন বাসেদ আলী। এসময় আড়াইহাজারের কল্যান্দি মোড়ে পৌঁছালে বাদামী রংয়ের একটি প্রাইভেটকার তাদের অটোরিকশার গতিরোধ করে। এসময় ৫ জন মুখোশধারী দুষ্কৃতিকারী ডিবি পরিচয়ে প্রাইভেটকার থেকে নেমে মোঃ আব্দুল বাসেদ আলীকে টাকার ব্যাগ সহ জোরপূর্বক প্রাইভেট কারে তুলে নেয়।
পরবর্তীতে সন্ধ্যা ছয়টার দিকে আড়াইহাজারের দুপ্তারা বাজারের পাশে আব্দুল বাসেতকে ফেলে রেখে চলে যায় আসামিরা। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এবিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, ছিনতাইয়ের ঘটনা শুনেছি। তবে এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যাবস্থা নেয়া হবে।