মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

|

আষাঢ় ২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

শাওয়ালের চাঁদ দেখা গেছে, সোমবার ঈদ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৫৩, ৩০ মার্চ ২০২৫

শাওয়ালের চাঁদ দেখা গেছে, সোমবার ঈদ

ফাইল ছবি

দেশের আকাশে হিজরি শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে আগামীকাল সোমবার (৩০ মার্চ) থেকে পবিত্র শাওয়াল মাস গণনা করা হবে।

এরই পরিপ্রেক্ষিতে সোমবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম মসজিদের পূর্ব চত্বরে আয়োজিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মবিষয়ক ড. আ ফ ম খালিদ হোসেন।

সভায় ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়।