শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪

|

ভাদ্র ২৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

১৭ জুন নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৩৪, ৬ জুন ২০২৩

১৭ জুন নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন 

ফাইল ছবি

নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ২০২৩-২৭ সাল পর্যন্ত চার বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৭ জুন শনিবার নির্বাচন অনুষ্ঠিত হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বি জানান, জেলা ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী আমরা নির্বাচনী কার্যক্রম শুরু করি। গত ১ জুন খসড়া ভোটার তালিকা এবং ৩ জুন আপত্তি শুনানি ছিলো। পরদিন ৪ জুন চূড়ান্ত ভোটার তালিকা করা হয়।

এবারের নির্বাচনে সহ-সভাপতি পদে ৪ জন, সাধারণ সম্পাদক পদে ১ জন, অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে ১ জন, যুগ্ম সম্পাদক পদে ২ জন কোষাধক্ষ্য ১ জন, কার্য নির্বাহী সদস্য ১৮ জন। এ সকল পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। 

মনোনয়ন পত্র বিতরণ করার তারিখ ছিলো ৫ জুন। আজকে ৬ জুন যারা মনোনয়ন সংগ্রহ করেছে তাদের জমা নেয়া হয়েছে। পরবর্তীতে আমরা মনোনয়ন পত্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করবো। প্রত্যাহারের শেষ তারিখ ১০ জুন।আগামী ১৭ জুন সকাল ১০টা থেকে বিকাল ৩টা পযর্ন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।