বুধবার, ২৭ আগস্ট ২০২৫

|

ভাদ্র ১১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বিদ্রোহীদের অভিযোগ শুনতে কেন্দ্রীয় নেতারা আদলতপাড়ায়

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৫০, ২২ আগস্ট ২০২৫

বিদ্রোহীদের অভিযোগ শুনতে কেন্দ্রীয় নেতারা আদলতপাড়ায়

ফাইল ছবি

নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনকে ঘিরে বিএনপির দুই গ্রুপের নেতাদের দ্বন্দ্ব দেখা গেছে। দ্বন্দ্ব নিরসনে গভীর রাতেই জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতারা নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভবনে আসেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভবনে বিএনপির বিদ্রোহীদের নিয়ে গঠিত আইনজীবী ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে আলোচনা করতে আসেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাড. মোহাম্মদ আলী। 

এসময় বিদ্রোহী প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাড. শেখ মোহাম্মদ গোলাম মোর্শেদ গালিব বলেন, কিছু ব্যক্তি নিজেদেরকে ফোরামের মূলধারা ও বিএনপির প্রতিনিধি হিসেবে তুলে ধরে একক আধিপত্য কায়েমের চেষ্টা করছে। অথচ বাস্তবে তারা দলের আদর্শিক লড়াই থেকে বিচ্যুত, বরং সুবিধাবাদী অবস্থান নিয়েছে।

তিনি আরও বলেন, আমরা কখনো আওয়ামী লীগ কিংবা ওসমান পরিবারের সঙ্গে কোনো আপস করিনি। অথচ আমাদেরকে ‘আওয়ামী দোসর’ আখ্যা দিয়ে একঘরে করে রাখা হয়েছে। অথচ অ্যাড. শাখাওয়াত হোসেন খানের স্ত্রী অ্যাড. শালিন ছিলেন সেলিম ওসমানের সহকারী। সেই জায়গা থেকে আমাদেরকে আওয়ামী দোসর বলা সম্পূর্ণ অন্যায়।

এসময় আরও উপস্থিত ছিলেন আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি প্রার্থী হিসেবে অ্যাড. মো. রেজাউল করীম খান রেজা, সিনিয়র সহ-সভাপতি অ্যাড. সামছুজ্জামান খোকা, সহ-সভাপতি অ্যাড. আনিসদছুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক অ্যাড. শেখ মোহাম্মদ গোলাম মোর্শেদ গালিব, যুগ্ম সাধারণ সম্পাদক এড. মোমেন, কোষাধ্যক্ষ এড. আফজাল হোসেন, আপ্যায়ন সম্পাদক এড. শাহ আলম শামীম, লাইব্রেরি সম্পাদক এড. আলী আজ্জম, ক্রীড়া সম্পাদক অ্যাড. শহীদ সরোয়ার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এড. নার্গিছ পারভীন, সমাজসেবা সম্পাদক এড. শাহানাজ পারভীন হীরা, আইন ও মানবাধিকার সম্পাদক এড. মনি গাঙ্গুলী। এছাড়া কার্যকরী সদস্য হিসেবে আছেন এড. আর রউফ, এড. আনওয়ারুল আজিম চৌধুরীসহ আরো তিনজন আইনজীবী।

এর আগে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে ঘির বিরোধ মীমাংসা করতে দুই পক্ষকেই জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে ডাকা হয়। বিদ্রোহীরা সেখানে উপস্থিত না হওয়ায় তাদের অভিযোগ শুনতে কেন্দ্রীয় নেতা অ্যাড. মোহাম্মদ আলী নারায়ণগঞ্জে আসেন।