
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বেলাল হোসেন নামের এক ব্যাক্তিকে হত্যা মামলায় একজন ফাঁসি ও দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও তিনজনকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার (২৬ আগষ্ট) নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক মো. আমিনুল হক এই রায় ঘোষণা করেন। এসময় এক আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন- সিদ্ধিরগঞ্জের বাঘমারা এলাকার মো. সাহাবুদ্দিনের ছেলে মো. নাদির ওরফে নাছির (৩৫)। অন্যদিকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- সিদ্ধিরগঞ্জের মোচাক এলাকার মৃত ইব্রাহীম খলিলের ছেলে মো. মানিক মিয়া (৪১) ও সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার মোশারফ হোসেনের ছেলে মোহনকে (২৫)।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান জানান, সিদ্ধিরগঞ্জ থানার একটি হত্যা মামলায় একজনের ফাঁসি ও দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছে আদালত। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একজন গ্রেপ্তার আছেন বাকি দুজন পলাতক অবস্থায় আছেন।
এর আগে ২০২২ সালের ১৮ ফেব্রুয়ারি রাতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হন বেলাল। পরবর্তীতে এ ঘটনায় তার ভগ্নিপতি মো. কাজী জাহিদ সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।