
পুলিশ পরিদর্শকের আইডি কার্ড অটোরিকশায়
নারায়ণগঞ্জে রমজান উপলক্ষে শহরে ব্যাটারিচালিত অটোরিকশার প্রবেশে বিধিনিষেধ আরোপ করেছে পুলিশ প্রশাসন। এরই মধ্যে পুলিশ পরিদর্শকের আইডি কার্ড ঝোলানো অটো চলাচল করতে দেখা গেছে শহরে।
বৃহস্পতিবার (৩০ মার্চ) শহরের অভ্যন্তরে এই দৃশ্য দেখা যায়।
তবে এ বিষয়ে কিছু বলতে রাজি হননি সেই রিক্সা চালক। ছবিতে দেখা যায় পুলিশ কর্মকর্তার ছবি নাম ও নাম্বার সংবলিত একটি আইডি কার্ড ঝোলানো অটোরিকশার সামনের চাকার সামনে।
এছাড়াও শহরে বিভিন্ন সময় বিভিন্ন বেনামি পত্রিকা ও বিভিন্ন ব্যাক্তির স্টিকার ও নাম ব্যাবহার করে ব্যাটারিচালিত অটোরিকশা চালাতে দেখা গেছে। বিভিন্ন সময় এ নিয়ে সংবাদ প্রকাশ করা হলেও কার্যকর কোন ব্যাবস্থা নেয়নি প্রশাসন।