
ভ্রাম্যমান আদালত
নারায়ণগঞ্জের চাষাঢ়ায় ইফতার তৈরিকারী দোকানে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় দুটি দোকানকে ১ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।
শুক্রবার (৩১ মার্চ) বিকেলে এই অভিযান পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইলোরা ইয়াসমিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
এসময় বিভিন্ন দোকানদার ও বিক্রেতাদের খাবারের পরিচ্ছন্নতা ও মানের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়।