মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১৫ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ঈদের নামাজকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা, ছিল ফায়ার ও এ্যাম্বুলেন্স

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:২৭, ১১ এপ্রিল ২০২৪

ঈদের নামাজকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা, ছিল ফায়ার ও এ্যাম্বুলেন্স

ফায়ার সার্ভিসের টিম

নারায়ণগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের নামাজকে কেন্দ্র করে ঈদগাহের আশেপাশে নেয়া হয়েছিল পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। 

ঈদগাহের পাশে প্রস্তুত ছিল ফায়ার সার্ভিসের টিম ও এ্যাম্বুলেন্সও। 

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ৮ টায় শহরের মাসদাইরে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হয়। দ্বিতীয় ঈদ জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯ টায়।

এর আগে ঈদের নামাজে আগত মুসুল্লিদের নিরাপত্তায় ভোর থেকে নগরীর বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। এ ছাড়া সাদা পোশাকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ছিলেন নজরদারিতে। 

নামাজ শেষে মুসুল্লিদের নির্বিঘ্নে যাতায়াত ও আসার পথে যেন কোন ভোগান্তি পোহাতে না হয় সেজন্য সড়কে সার্বক্ষনিক দায়িত্বে ছিল জেলা ট্রাফিক বিভাগ।