মন্দির পরিদর্শন
নারায়ণগঞ্জের নাগবাড়ি, পালপাড়া, শীষমহল ও কালিরবাজার এলাকায় মন্দির পরিদর্শন করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতারা।
বুধবার (৭ আগস্ট) হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান এ তথ্য জানান।
এর আগে মঙ্গলবার জোহরের নামাজের পর থেকেই বিভিন্ন উপাসনালয়ে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করে তাদের পাশে থাকার প্রত্যয় জানান নেতারা।
পরিদর্শনকালে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আব্দুল আওয়াল জানান, আমরা আপনাদের পাশে আছি। আপনারা পাহারা বসিয়ে নিরাপত্তা দিন। আমাদের ধর্মে সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিতের কথা বলা হয়েছে।