শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫

|

ভাদ্র ১২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে হাসপাতালে এ্যাম্বুলেন্সে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:০৮, ২৮ আগস্ট ২০২৫

আপডেট: ২২:০৯, ২৮ আগস্ট ২০২৫

নারায়ণগঞ্জে হাসপাতালে এ্যাম্বুলেন্সে আগুন

ফাইল ছবি

নারায়ণগঞ্জ সদর ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে এ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গাড়ির ড্রাইভার আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ আগষ্ট) সন্ধ্যায় হাসপাতাল প্রাঙ্গনে এ ঘটনা ঘটে। 

প্রত্যাক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে এ্যাম্বুলেন্সটি রোগী উঠানোর জন্য বের করা হয়। এসময় এ্যাম্বুলেন্সটি স্টার্ট করতেই বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় হাসপাতালে আসা রোগীরা এদিক ওদিক ছোটাছুটি করতে শুরু করেন। পরবর্তীতে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফীন জানান, এম্বুলেন্সের ভেতরেই গ্যাসের সিলিন্ডারটি ছিল। সেখানে হয়ত লিকেজ ছিল। গ্যাস লিক হয়ে এ্যাম্বুলেন্সে জমা হয়েছিল। গাড়ি স্টার্ট করার সাথে সাথেই কোথাও হয়ত স্পার্ক করেছে। সেটা থেকেই আগুনের সূত্রপাত।