
ফাইল ছবি
নারায়ণগঞ্জে চলমান তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভাদ্রের এই প্রচণ্ড রোদ উপেক্ষা করে যানজট নিরসন ও জনকল্যাণে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন ট্রাফিক পুলিশ সদস্যরা। এ অবস্থায় তাদের কিছুটা প্রশান্তি দিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের উদ্যোগে ট্রাফিক পুলিশের মাঝে সুপেয় ঠান্ডা পানি, স্যালাইন ও খাবার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার উদ্যোগে ট্রাফিক ইনচার্জ এম. এ. করিমের তত্ত্বাবধানে শহরের ১ ও ২ নং রেলগেট, কালিরবাজার মোড়, চাষাঢ়া, ডাকবাংলো, মাসদাইর, পঞ্চবটি, ফতুল্লা পোস্ট অফিস মোড়, বিসিক এলাকা, পাগলা, মিশনপাড়া, খানপুর, হাজীগঞ্জ, সিদ্ধিরগঞ্জ, চিটাগাং রোড, সাইনবোর্ড মোড়, তারাবো, রূপসী, সোনারগাঁও, কাঞ্চন ৩০০ ফিটসহ জেলার বিভিন্ন পয়েন্টে কর্মরত ট্রাফিক পুলিশের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, গত কয়েকদিন যাবৎ রোদের তীব্রতা আমরা লক্ষ্য করছি। নারায়ণগঞ্জের সেবায় ট্রাফিক বিভাগের সদস্যরা সততা ও নিষ্ঠার সঙ্গে নিরলসভাবে দায়িত্ব পালন করছেন। তাদের এই কর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের দপ্তর থেকে সামান্য সহযোগিতার হাত বাড়ানো হয়েছে।
এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ট্রাফিক ইনচার্জ এম. এ. করিম বলেন, মানবিক জেলা প্রশাসক মহোদয়ের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমরা সবাই আনন্দিত এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।