
প্রতীকী ছবি
সিদ্ধিরগঞ্জের পূর্ব পাইনাদি এলাকায় জাকির খন্দকার ভিলা নামের বাড়িতে তিতাসগ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই বাড়ির একই পরিবারের ৯ জন অগ্নিদগ্ধের ঘটনায় বৃহস্পতিবার ভোররাত ৪ টায় চিকিৎসাধীন অবস্থায় ছেলে রাইয়ানের পর না ফেরার দেশে চলে গেলেন বাবা হাসান গাজী৷ এ নিয়ে মৃতের সংখ্যা দাড়িয়েছে ৩ জনে ৷ হাসানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জাতীয় বার্ণ হাসপাতালে দগ্ধদের পাশে থাকা হাসানের ভায়রা তানজিল হোসেন৷ তিনি আরও জানিয়েছেন হাসানের শিশু কন্যা জান্নাত কে ভোররাতে এবং স্ত্রী সালমা বেগমকে আইসিওতে নেওয়া হয়েছে৷
হাসান গাজীর শাশুড়ী তাহেরা বেগম ও ছেলে রাইয়ান গত রেববার এবং শাশুড়ী সোমবার বিকেলে বার্ণ ইউনিটে মারাগেছেন৷ তানিজল হোসেন আরও বলেন হাসান গাজীর অগ্নিদগ্ধ দুই মেয়ে ও স্ত্রীর অবস্থা ভাল নয়, এবং তানজিল হোসেনের স্ত্রী ও দুই সন্তানের অবস্থা কিছুটা ভাল আছে বলে জানান৷ গত শুক্রবার ভোররাত সাড়ে ৩ টায় বিস্ফোরণে পাশাপাশি দুটি কক্ষের নারী ও শিশুসহ ৯ জন দগ্ধ হন৷ এদিকে হাসান গাজীর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে এলাকাবাসীর মাঝে৷