
পরিচিতি সভা
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে অংশ নেয়া জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ আগষ্ট) শহরের বালুরমাঠ এলাকায় বাঁধন কমিটি সেন্টারে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। পরিচিতি সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
এসময় সাখাওয়াত হোসেন খান বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনারা অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির ও অ্যাডভোকেট এইচ. এম. আনোয়ার প্রধান পরিষদের প্যানেলকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে পুরো প্যানেলকে জয়যুক্ত করবেন। এই প্যানেল জয়যুক্ত হলে আইনজীবীদের প্রধান দাবি দুইটা কোর্ট এক জায়গায় রাখা, আমরা আগামী ০৬ মাসের মধ্যে সেটার ব্যবস্থা করবো। আদালত পাড়া টাউট মুক্ত করা হবে। স্বল্প জামানতে বার ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলায় আইনজীবীদের বসার ব্যবস্থা করা হবে। পুরাতন কোর্ট এলাকায় বারের ৩২ শতাংশ জায়গায় বহুতল ভবন নির্মাণ করে আইনজীবীদের আবাসন সমস্যার সমাধান করা হবে।
পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনজাতীয়তাবাদী ফোরামের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
এছাড়াও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সভাপতি প্রার্থী সরকার হুমায়ূন কবির, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক ও সাধারণ সম্পাদক প্রার্থী আনোয়ার প্রধান সহ আইনজীবী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।