
প্রতীকী ছবি
আড়াইহাজার থানাধীন মনোহরদী গ্রামের ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাতনামা এক পুরুষের (৬৫) লাশ উদ্ধার করার দুইদিন পরেও পরিচয় মেলেনি।
সোমবার (২৫ আগস্ট) বিকালে নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়। ময়নাতদন্ত শেষে লাশটি হাসপাতালের মরচুয়ারীতে রাখা হয়েছে।
এ বিষয়ে আড়াইহাজার থানা পুলিশ জানায়, অজ্ঞাতনামা মৃত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। কেউ পরিচয় শনাক্ত করতে পারলে আড়াইহাজার থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।