শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫

|

ভাদ্র ১২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে চাঁদার দাবিতে মসজিদের ইমাম ও তার স্ত্রীকে পিটিয়ে জখম

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৪০, ২৮ আগস্ট ২০২৫

সোনারগাঁয়ে চাঁদার দাবিতে মসজিদের ইমাম ও তার স্ত্রীকে পিটিয়ে জখম

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার হরিশপুর গ্রামে দুই লাখ টাকা চাঁদা না পেয়ে মসজিদের ইমাম খোরশেদ আলম ও তার স্ত্রী শিরিনা আক্তাকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। গত বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে আহত ইমাম খোরশেদ আলম বাদি হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।  

জানা যায়, সোনারগাঁ পৌরসভার বাসিন্দা ও কুমিল্লার মেঘনা উপজেলার চিশতিয়া নিজামিয়া দরবার শরীফ জামে মসজিদের ইমাম খোরশেদ আলমের সঙ্গে তার প্রতিবেশি শাহ আলমের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। সম্প্রতি উভয় পরিবারের বাড়ির সামনে দিয়ে একটি রাস্তা নির্মাণকে কেন্দ্র করে শাহ আলমের ছেলে রিফাত ইমাম খোরশেদ আলমের কাছ থেকে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। সেই চাঁদার টাকা না পেয়ে গত বুধবার দুপুরে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে রিফাতের নেতৃত্বে শাহ আলম,পারভীন আক্তারসহ ১০-১২জনের একটি দল দেশীয় অস্ত্র রামদা, ছেনা, ছুরি ও চাকু নিয়ে হামলা করে। হামলায় খোরশেদ আলম ও তার স্ত্রী শিরিনা আক্তারকে পিটিয়ে জখম করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত ইমাম খোরশেদ আলম জানান, দীর্ঘদিন ধরে শাহ আলম তাদের পরিবারকে অন্যায়ভাবে জুলুম করে আসছে। বাড়ির পাশ দিয়ে একটি রাস্তা নির্মাণকে কেন্দ্র করে তার কাছে শাহ আলমের ছেলে রিফাত তার কাছে ২লাখ টাকা দাবি করে। সেই টাকা না দেওয়ায় তাকে ও তার স্ত্রীকে পিটিয়ে জখম করে।
অভিযুক্ত রিফাতের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি চাঁদার বিষয়টি অস্বীকার করে বলেন, জমি সংক্রান্ত বিরোধে তাদের ধস্তাধস্তি হয়। তবে চাঁদার কোন বিষয় নয়।
সোনারগাঁ থানার পরিদর্শক(তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।