
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী জাকির হোসাইন
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী জাকির হোসাইন বলেছেন, ইটিপি ছাড়া লিকুইড বর্জ্যগুলো পরিশোধন করা সম্ভব না। এতে একসময় নদীগুলো দূষিত হবে, মরে যাবে। নদী ও জলাশয় প্রকৃতির ফুসফুস। এর মধ্যে আমরা তোষক, কাথা, বালিশসহ সকল ময়লা ফেলছি। আজ আমার ফুসফুসে ছোট কিছু ঢুকলেও আমি থাকবো না। অথচ প্রকৃতির ফুসফুসকে আমরা মেরে ফেলছি।
বুধবার (২৭ আগষ্ট) নারায়ণগঞ্জের আলী আহমদ চুনকা পাঠাগারে পরিবেশগত অধিকার সুরক্ষায় শিল্প দূষণ রোধ ও সঠিক বর্জ্য ব্যাবস্থাপনা শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, আপনাদের কাছে অনুরোধ। সকলে একটু সচেতন হই। দেখবেন নগরীটা সুন্দর হয়ে উঠবে। আমরা সকলে ইটিপিট কথা বলেছি। এটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য।
তিনি আরও বলেন, ওয়েস্ট এনার্জির জন্য চেষ্টা করা হয়েছে। অনেক আগে চায়নার একটি কোম্পানি এসেছিল। কিন্তু তারা পারেনি। আমি আসার পরে একটি বৃহৎ চায়না কোম্পানি এসেছে। তাদের সাথে আমরা বসেছিলাম। তবে সেটাও শেষ পর্যন্ত আর আগায়নি। এখানে অনেক হিসেব নিকেশের ব্যাপার আছে। এখানে বিদ্যুৎ বিক্রি করে কোম্পানি যদি টাকা তুলতে না পারে তাহলে কেন ইনভেস্ট করবে। একারণেই শেষ পর্যায়ে গিয়ে এটা আর হচ্ছে না।
সিটি করপোরেশনের পক্ষ থেকে সামনে একটি প্রজেক্ট আসবে। জালকুড়ি এলাকায় জমি অধিগ্রহণ হয়ে গেছে। এটা হলে বর্জ্য ব্যাবস্থাপনাটা আরও কার্যকর হবে।
তিনি বলেন, ধুলোর পরিমান এখানে অনেক বেশি। এর কারণ হল আমাদের ইন্ডাস্ট্রি। আমাদের ইন্ডাস্ট্রি থেকেই এই পার্টিকুলেট ম্যাটার বেশি তৈরি হয়। এটি আমাদের জন্য বড় বিপদের কারণ। এর ফলে মানুষ বিভিন্ন রোগে ভুগছে। এর জন্য আমাদের বায়ুদূষণ কমাতে হবে। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যেখানে বেশি সেখানে বায়ু দূষণও অনেক বেশি। এর জন্য পরিবেশ অধিদপ্তরকে আরও কঠোর হতে হবে, জেলা প্রশাসনকেও কঠোর হতো হবে।