বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

|

ভাদ্র ১১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সড়ক সংস্কারের দাবিতে ফতুল্লা উন্নয়ন ফোরামের স্মারকলিপি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৪৬, ২৭ আগস্ট ২০২৫

আপডেট: ১৭:৪৭, ২৭ আগস্ট ২০২৫

সড়ক সংস্কারের দাবিতে ফতুল্লা উন্নয়ন ফোরামের স্মারকলিপি

স্মারকলিপি প্রদান

নারায়ণগঞ্জের ফতুল্লা হয়ে পঞ্চবটী–চাষাঢ়া থেকে মুক্তারপুরগামী শতবর্ষী সড়ক সংস্কারের দ্রুত পদক্ষেপের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে ফতুল্লা–সিদ্ধিরগঞ্জ উন্নয়ন ফোরাম।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার বরাবর স্মারকলিপি প্রদান করেছে ফতুল্লা–সিদ্ধিরগঞ্জ উন্নয়ন ফোরাম।

ফোরামের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবদুল জব্বার বলেন, শত বছরের পুরোনো এ সড়কটির তদারকি নেই বললেই চলে। ওয়ানওয়ে সড়ক হলেও এর দুই পাশে চলছে ইট, বালু ও রডের ব্যবসা। ফুটপাত দখল তো আছেই। তার উপর পঞ্চবটী–মুক্তারপুর ফ্লাইওভার কাজের জন্য পুরো এলাকা এখন নাজেহাল। এ যেন মরার উপর খাড়ার ঘা।

তিনি জেলা প্রশাসককে উদ্দেশ্য করে বলেন, আপনি প্রয়োজনে ছদ্মবেশে গিয়ে এই সড়ক ঘুরে দেখুন। শিশু, বৃদ্ধ, ছাত্রছাত্রীসহ সাধারণ মানুষ প্রতিদিন কীভাবে দুর্ভোগ পোহাচ্ছে তা উপলব্ধি করুন। আমরা আশাবাদী, দ্রুত সংস্কার কার্যক্রম শুরু হবে এবং পাশাপাশি এ সড়ককে ছয় লেনে উন্নীত করার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হবে।

স্মারকলিপি গ্রহণ শেষে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা আশ্বাস দিয়ে বলেন, আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখব এবং দ্রুত সমাধানে যথাযথ কর্তৃপক্ষকে পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন সদর–বন্দর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ, ফতুল্লা–সিদ্ধিরগঞ্জ উন্নয়ন ফোরামের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, মুহাম্মদ জামাল হোসাইন, হাফেজ আব্দুল মোমিনসহ অন্যরা।