শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫

|

ভাদ্র ১২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় প্রকাশ্যে ৪ লাখ ২০ হাজার টাকা ছিনতাই

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:১৩, ২৮ আগস্ট ২০২৫

ফতুল্লায় প্রকাশ্যে ৪ লাখ ২০ হাজার টাকা ছিনতাই

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় দিনের আলোয় প্রকাশ্যে ৪ লাখ ২০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। 

বুধবার (২৭ আগস্ট ) দুপুরে সাইনবোর্ড এলাকায় বিসমিল্লাহ হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী প্রতিষ্ঠানের কর্মকর্তা আমান কাজী ফতুল্লা মডেল থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেন, তার বড় ভাই ইমাম কাজীর মালিকানাধীন দুলাল কাজী ট্রেডিং ইন্টারন্যাশনাল লিমিটেড এর একটি শাখা রয়েছে ঢাকার যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায়। সেই শাখা অফিসের কার্যক্রমের জন্য ইউসিবি ব্যাংক পিএলসি সাইনবোর্ড শাখা থেকে মোট ৪ লাখ ২০ হাজার টাকা উত্তোলন করেন প্রতিষ্ঠানের কর্মচারী মো. শফিউল্লাহ (৫৫) ও মো. সাখাওয়াত হোসেন (৩৫)।

এজাহারে বলা হয়, দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিটে টাকা উত্তোলনের পর তারা হেঁটে অফিসের দিকে ফিরছিলেন। এসময় পিছন দিক থেকে একটি সাদা রঙের নাম্বারবিহীন প্রাইভেটকার তাদের সামনে গিয়ে দাঁড়ায়। গাড়িতে থাকা ৩-৪ জন অজ্ঞাত দুর্বৃত্ত প্রথমে গাড়ি চাপা দেওয়ার হুমকি দিয়ে ভয়ভীতি সৃষ্টি করে। পরে কর্মচারী সাখাওয়াত হোসেনের হাতে থাকা অফিসিয়াল ব্যাগ থেকে টান মেরে ৪ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এরপর দ্রুত গাড়িটি সাইনবোর্ড এলাকা হয়ে ঢাকার দিকে পালিয়ে যায়।

ভুক্তভোগী দুই কর্মচারী চিৎকার করলে স্থানীয়রা গাড়ি থামানোর চেষ্টা করেন কিন্তু ব্যর্থ হন। পরে তারা প্রতিষ্ঠান মালিকপক্ষকে মোবাইল ফোনে বিষয়টি জানান। খবর পেয়ে প্রতিষ্ঠানটির ইনচার্জ আমান কাজী, ম্যানেজার শামীম আহাম্মেদসহ অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত খোঁজখবর নেন।

এ ঘটনায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের শনাক্ত ও টাকা উদ্ধারের জন্য আইনগত ব্যবস্থা নিতে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আমান কাজী।

এপ্রসঙ্গে জানতে চাইলে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম জানান, আমরা থানায় অভিযোগ পেয়েছি তবে এখনও মামলা হয়নি। আগামীকাল আমরা তদন্ত শুরু করে পরবর্তী পদক্ষেপ নিবো।