
গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুইশত পিস ইয়াবসহ একজন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ আগষ্ট) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে জেলা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি হলেন- সোনারগাঁ থানার সনমান্দি ইউনিয়নের মোঃ বাবুল হোসেনের ছেলে মোঃ আমিনুল (৩২)।
এর আগে ২৭ আগষ্ট বিকেলে সোনারগাঁয়ের লাহাপাড়া এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হাসান খান জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।