বুধবার, ২৭ আগস্ট ২০২৫

|

ভাদ্র ১১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না.গঞ্জে বায়ুদূষণ রোধে অভিযান, জরিমানা ২ লক্ষ 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:০১, ২৬ আগস্ট ২০২৫

না.গঞ্জে বায়ুদূষণ রোধে অভিযান, জরিমানা ২ লক্ষ 

ফাইল ছবি

নারায়ণগঞ্জে বায়ুদূষণ রোধে অবৈধ কারখানার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় ইয়াং ইউয়ান কোং লিমিটেড নামের একটা প্রতিষ্ঠানকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব কিশোর কুমার দাসের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।

অভিযানে আড্ডা, কামদাল, বারপাড়া ও বন্দরের বিভিন্ন এলাকায় বায়ুদূষণকারী 'ইয়াং ইউয়ান কোং লিমিটেড' নামক প্রতিষ্ঠানের কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। প্রতিষ্ঠানটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বৈদ্যুতিক মিটার খুলে ফেলা হয় এবং ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি কারখানার ব্যবহৃত এইচটি ক্যাবলও জব্দ করা হয়।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোবারক হোসেন অভিযানে প্রসিকিউশন প্রদান করেন। এ সময় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ পরিবেশগত ছাড়পত্র গ্রহণ, ইটিপি নির্মাণ ও এটিপি স্থাপন না করা পর্যন্ত কার্যক্রম পরিচালনা করবে না মর্মে মুচলেকা দেয়।

পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ. এইচ. এম. রাসেদ জানিয়েছেন, দূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।