বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

|

ভাদ্র ১১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে রাকিব হত্যা মামলাসহ চাঁদাবাজি মামলার আসামি গ্রেফতার 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৪৪, ২৭ আগস্ট ২০২৫

রূপগঞ্জে রাকিব হত্যা মামলাসহ চাঁদাবাজি মামলার আসামি গ্রেফতার 

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল হাট সংলগ্ন কাঠপট্টি এলাকায় প্রকাশ্য দিবালোকে  রাকিব হাসান (২১) নামের কিশোরকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলাসহ দুইটি চাঁদাবাজি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজাল হোসেন ভূঁইয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার মাঠেরঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃত আফজাল হোসেন ভূঁইয়া উপজেলার টেলাপাড়া এলাকার মৃত নায়েব আলী ভূঁইয়ার ছেলে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম জানান, আফজাল হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে দুটি চাঁদাবাজি মামলার ওয়ারেন্ট রয়েছে। এছাড়া তিনি গোলাকান্দাইল এলাকার রাকিব হত্যা মামলার পলাতক আসামি। গোপন সংবাদের ভিত্তিতে তাকে মঠেরঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয়। আসামিকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। 

রাকিব হাসানের বোন ও মামলার বাদী আখি আক্তার অভিযোগ করে জানান, ২০২২ সালের ২১ সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে প্রকাশ্য দিবালোকে দাবীকৃত চাঁদার টাকা না পেয়ে আসামি শ্রমিকলীগ নেতা দেলোয়ার হোসেন, সজীব মিয়া, হামজালা, আফজাল হোসেন ভূঁইয়া , জাকির হোসেন ও  মিল্লাতসহ কয়েকজন মিলে ধারালো অস্ত্র দিয়ে রাকিব হাসানের বাম হাতটি বিচ্ছিন্ন করে দেয় । এছাড়া শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। আদালতের কাছে এ হত্যাকাণ্ডের আসামিদের মৃত্যুদণ্ড দাবি করেন আখি আক্তার।