বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

|

ভাদ্র ১১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না.গঞ্জে সরকারি জমিতে চাঁদাবাজি বন্ধে জেলা প্রশাসনকে চিঠি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৫১, ২৭ আগস্ট ২০২৫

না.গঞ্জে সরকারি জমিতে চাঁদাবাজি বন্ধে জেলা প্রশাসনকে চিঠি

অবৈধ চাঁদাবাজি বন্ধ ও বৈধ লিজ প্রদানের আবেদন জানিয়ে জেলা প্রশাসকের কাছে চিঠি

নারায়ণগঞ্জ শহরের সরকারি তোলারাম কলেজ রোড হইতে জামতলা ঈদগাহ পর্যন্ত সরকারি জমিতে অবৈধ চাঁদাবাজি বন্ধ ও বৈধ লিজ প্রদানের আবেদন জানিয়ে জেলা প্রশাসকের কাছে চিঠি দিয়েছেন ছাত্রদলসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী। 

বুধবার (২৭ আগষ্ট) সকালে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কাছে এই চিঠি প্রদান করেন তারা।

চিঠিতে তারা জানান, নগরের সরকারি তোলারাম কলেজ রোড মোড় থেকে জামতলা ঈদগাহ পর্যন্ত সরকারি জমির উপর নির্মিত দোকান হতে বিগত কয়েক বছর যাবত চাঁদাবাজি হয়ে আসছে। উক্ত দোকানগুলো হতে চার-পাঁচ জন চিহ্নিত আওয়ামী ফ্যাসিবাদের দোসর চাঁদাবাজ প্রতিনিয়ত চাঁদা তুলছে, যাদের কাছে কোনো বৈধ টেন্ডার অথবা লিজ নেই। এই অবৈধ চাঁদাবাজদের কারণে এলাকাবাসী অতিষ্ঠ।

চাঁদাবাজি ছাড়াও উক্ত চাঁদাবাজরা জামতলা সহ আশেপাশের এলাকায় আধিপত্য বিস্তার, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং মাদক ব্যবসার মতো বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত। 

এলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগ, তাদের চাঁদা তোলা বন্ধ করতে পারলে এসব অপরাধের পরিমাণও কমে আসবে। তাই তারা আমাদেরকে অনেকদিন ধরে এ বিষয়টি প্রশাসনের নিকট অবগত করার জন্য অনুরোধ করে আসছে।

আমরা জেলা প্রশাসক সাহেবের কাছে বিনীত অনুরোধ করছি, প্রশাসনের সরাসরি হস্তক্ষেপে যাতে উক্ত আওয়ামী ফ্যাসিবাদের দোসর চাঁদাবাজদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। সেইসাথে সরকারিভাবে সেসব দোকানের বৈধ টেন্ডার অথবা লিজ এলাকার দায়িত্বশীল কাউকে প্রদান করা হয়।

এলাকাবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণে আপনার পূর্ণাঙ্গ সহযোগিতা কামনা করছি। যদি আগামী এক সপ্তাহের মধ্যে উক্ত চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে আমরা বিক্ষুব্ধ এবং নির্যাতিত এলাকাবাসী এবং ছাত্র-জনতাকে সাথে নিয়ে তাদের বিরুদ্ধে মাঠে নামতে বাধ্য হবো।