
আয়রন ট্যাবলেট ও ডেঙ্গু কিট বিতরণ
নারায়ণগঞ্জ শহরের খানপুর ৩০০ শয্যা জেনারেল হাসপাতালে গর্ভবতী মহিলাদের জন্য আয়রন ট্যাবলেট ও ডেঙ্গু কিট বিতরণ করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৮ আগষ্ট) খাঁনপুর ৩০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের নতুন ভবনের নিচতলায় এই ট্যাবলেট বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বিভিন্ন হাসপাতাল ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর গুলোতে সেবা নিশ্চিত করার জন্য সিভিল সার্জনকে তাগিদ দেন এবং সমস্যা সমাধানের জন্য চেষ্টা করার আহ্বান জানান।
তিনি সকল দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশ্য করে রোগীদের সেবা দেওয়ার জন্য সবাইকে ভালো মন-মানসিকতা থেকে কাজ করার জন্য।
তিনি আরো বলেন, বিশেষ করে যারা গর্ভবতী মায়েরা আছেন তাদেরকে নিজেদের প্রতি যত্নশীল হতে হবে। তাহলে গর্ভবতী মায়েরা সুস্থ থাকবেন এবং সন্তানেরও সুস্থ থাকবেন।
এসময় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে নিবন্ধিত গর্ভবতী মহিলাদের জন্য আয়রন ট্যাবলেট তুলে দেন জেলা প্রশাসক।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলমগীর হোসাইন, জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমান, ৩০০ শয্যা হাসপাতালের তত্বাবধায়ক ডা. আবুল বাশারসহ অন্যান্য কর্মকর্তারা।