বুধবার, ২৭ আগস্ট ২০২৫

|

ভাদ্র ১১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জে কাস্টমস কর্মকর্তাদের সাথে এসএ পরিবহনের বাকবিতন্ডা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:৩৭, ২৭ আগস্ট ২০২৫

সিদ্ধিরগঞ্জে কাস্টমস কর্মকর্তাদের সাথে এসএ পরিবহনের বাকবিতন্ডা

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্যাক্স ফাঁকি দিয়ে বিদেশি সিগারেট আনার ঘটনায় কাস্টমস কর্মকর্তাদের সাথে এসএ পরিবহন পার্শ্বল এন্ড কুরিয়ারে সার্ভিসের কর্মীদের সাথে বাকবিতন্ডার ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (২৬ আগষ্ট) এস এ পরিবহনের চিটাগাংরোডে শাখায় এ ঘটনা ঘটে। 

জানা যায় বগুড়া থেকে গত ২৫ আগষ্ট চালানের মাধ্যমে ২ হাজার প্যাকেট  এনজয় সুগ সিগারেট ৫ টি বস্তায় চিটাগাংরোডে আল আমিন নামে এক ব্যক্তির নামে আসে৷ সিদ্ধিরগঞ্জ  কাস্টমস কর্মকর্তারা গোপম সূত্রে খবর পান চালানের চেয়ে সিগারেট বেশী আছে ভ্যাট ট্যাক্স ফাঁকি দেয়ার জন্য কৌশল অবলম্বন করা হয়৷ বাস্তবে ৫ হাজার প্যাকেট সিগারেট যা শলাকার পরিমাণ ৫২ হাজার৷ কিন্তু চালানে ১০০০ শলাকা উল্লেখ রয়েছে৷ 

এদিকে বিষয়টি নিয়ে সন্ধ্যা থেকে রাত সাড়ে ৯ টা পর্যন্ত তর্ক বিতর্ক চলে এসএ পরিবহন পার্শ্বেল এন্ড কুরিয়ার সার্ভিসের জিএম আসাদের সাথে৷  

কাস্টমস কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ভ্যাট ট্যাক্স ফাকি দিয়ে চালানের চেয়ে বেশী সিগারেট আনার কারণে আমরা জব্দ করেছি এসএ পরিবহন পার্শ্বেল এন্ড কুরিয়ার সার্ভিসের জিএম আসাদ আমাদের সাথে পুলিশের সামনে৷ অসৌজন্য মূলক আচরন করেছেন এবং সরকারী কাজে বাধা দিয়েছেন৷ 

অপরদিকে প্রতিষ্ঠানটির জিএম আসাদ বলেন, আমাদের ৫ বস্তা সিগারেটের বৈধ কাগজপত্র থাকা সত্বেও কাস্টমসের কর্মকর্তারা জোরপূর্বক ছিনতাই করে নিয়ে গেছে৷