
ফাইল ছবি
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, আজ আনোয়ার হুমায়ুন প্যানেলের বিজয়ের মাধ্যমে সত্যের বিজয় হয়েছে। আজ গণতন্ত্রের বিজয় হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের বিজয় হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগষ্ট) রাতে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ফলাফল ঘোষণার পর সাংবাদিকদের একথা জানান তিনি।
তিনি বলেন, অতীতের সকল রেকর্ড ভেঙে সাধারণ আইনজীবীরা হুমায়ুন আনোয়ার প্যানেলকে বিজয়ী করেছে। আমরা সকল আইনজীবীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
তিনি বলেন, আপনারা আগামী দিনে আইনজীবীদের সম্মান অক্ষুণ্ণ রাখার জন্য আপনারা আপনাদের দৃঢ় প্রত্যয় ধরে রাখবেন। আপনাদের প্রতি এটাই আমাদের প্রত্যাশা।