
অবস্থান কর্মসূচি
নারায়ণগঞ্জে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদ ও ২টি বেসিক, বর্তমান মাসের বেতন ও বাকি শ্রমিকদের বন্ধ রাখার দিনগুলোর ছুটি হিসেবে গণ্য করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন আরবি নিটওয়্যার লিমিটেড গার্মেন্টসের শ্রমিকেরা।
বুধবার (২৭ আগষ্ট) সকালে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এই অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
এসময় নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ এস এম আবু সাঈদ বলেন, আজ বিকেএমই এর সভাপতি ও বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এর কেন্দ্রীয় সভাপতি গার্মেন্টস মালিকদের নিয়ে একসাথে বসে সমাধান করবে বলে আশ্বাস দিয়েছে। যত সময় পর্যন্ত আমাদের দাবি মানা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করবো।
নারায়ণগঞ্জ জেলা ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপার (এসপি) সেলিম বাদশা জানান, শ্রমিকদের বিষয়টি নিয়ে আলোচনা চলছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বর্তমানে উক্ত এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। শহীদ মিনারের সামনে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ অবস্থান করছে ।