
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের বন্দরে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত এক যুবকের মাথা বিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৮ আগষ্ট) বন্দরের ২৭ নং ওয়ার্ডের কুড়িপাড়া স্কুল মাঠের পাশে শীতলক্ষ্যা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
লাশটির পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
এর আগে সকালে নদীতে ভাসমান অবস্থায় লাশটি দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে নৌ পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, শীতলক্ষ্যা নদী থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে নৌ পুলিশ কাজ করছে।